সাতক্ষীরার তালা ও পাটকেল ঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে ১১টি পাখি উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সাতক্ষীরা জেলা প্রসাশককের নির্দেশে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর অঙ্গ সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ সার্বিক সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় ১১টি বিভিন্ন প্রজাতির পাখি, পাখি ধরার সরঞ্জাম, শিকারের খাঁচা উদ্ধার করা হয়।
“পাখি শিকারের অভিযোগে উথালী গ্রামের মকছেদ আলী খাঁ-এর ছেলে মো. আজিজ খাঁ-কে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।উদ্ধারকৃত পাখিগুলো প্রকৃতি উন্মুক্ত ও খাঁচাগুলো ধ্বংস করে ভ্রাম্যমান আদালত,” জানানো হয় বিজ্ঞপ্তিতে।