চিড়িয়াখানায় ফুটবল খেলছে হাতিরা (ভিডিও)

চিড়িয়াখানার হাতিরা খেলছে ফুটবল। শুনতে অবাক লাগলেও বাংলাদেশের ঢাকায় অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় হাতিরা এখন ফুটবল খেলার প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করছে। রীতিমত খেলার নানা কায়দা ও দক্ষতা রপ্ত করতে ব্যস্ত দুই হাতি রাজা ও সুন্দরী। পাশাপাশি অন্য হাতিরাও নিয়মিত শিখছে ফুটবল খেলা।

চিড়িয়াখানার হাতিশালে ফুটবল নিয়ে বিশালদেহী হাতিদের কসরত কৌতুহলী করে তুলছে দর্শনীর্থীদের। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, উন্নত বিশ্বের আদলে দেশের চিড়িয়াখানায় প্রাণী দেখানোর পাশাপাশি বাড়তি বিনোদন দিতেই এ উদ্যোগ।

হাতিকে ভালো খেলোয়াড় বানাতে নিয়োগ দেয়া হয়েছে দক্ষ মাহুত। যারা হাতিদের খেলার কৌশল রপ্ত করাতে পার করছেন ব্যস্ত সময়। ফুটবলের পর বাস্কেটবল খেলাও শিখবে এসব হাতি।

ফুটবল নিয়ে চলছে হাতিদের কসরত। ছবি: বেঙ্গল ডিসকাভার

এখনো পাকা খেলোয়াড় না হলেও, প্রশিক্ষণ পর্বে ফুটবল নিয়ে হাতিদের এই কসরত দেখে মুগ্ধ চিড়িয়াখানায় আসা সব বয়সী মানুষ।

চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. নুরুল ইসলাম জানালেন, বিশ্বের অন্যান্য দেশের মতো জাতীয় চিড়িয়াখানায়ও বাড়তি বিনোদন যোগ করতেই এই উদ্যোগ।

তিনি বলেন, হাতি সংরক্ষণের বিষয়ে নজর দিয়েই এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে হাতি সুরক্ষার বিষয়ে নজর থাকবে। বিনোদনের জন্য হাতির পিঠে চড়া বা সার্কাস দেখানোর পরিবর্তে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

খেলা দেখাতে নিয়মিত শারীরিক কসরত করতে হবে হাতিদের। যা হাতিদের সুস্থ রাখতে সহায়তা করবে বলে জানান চিড়িয়াখানার ভেটেরিনারিয়ান ডা. নাজমুল হুদা।

তিনি বলেন, বনে হাতিরা অবাধে ঘুরে বেড়ানোর সুযোগ থাকায় সেখানে তাদের স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু চিড়িয়াখানায় যেহেতু নির্দিষ্ট জায়গায় থাকে তাই বেশি হাঁটা বা চলাফেরা করতে পারে না তারা। এতে ভবিষতে নানা রোগে আক্রান্ত হয় হাতিরা। তাই খেলাধুলার মতো শারিরীক কসরত করালে বয়স হলেও হাতিদের স্বাস্থ্য ভালো থাকবে।

এক জোড়া হাতি দিয়ে শুরু হয়েছিল জাতীয় চিড়িয়াখানার যাত্রা। আর চিড়িয়াখানার হাতিশালে এখন রয়েছে দু’টি নারী ও তিনটি পুরুষসহ পাঁচটি এশিয়ান হাতি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, হাতি দেখানোর পাশাপাশি বিনোদনের ব্যবস্থা করা গেলে তা হাতির জন্য মানুষের ভালোবাসা আরো বাড়াবে। সেই সঙ্গে হাতি সংরক্ষণের বিষয়টিও নিশ্চিত হবে।