ধরিত্রী দিবস: পৃথিবী পুনরুদ্ধারের তাগিদ

ছবি: লেখক

ধরিত্রী শব্দটি এসেছে ধরনী বা ধরা বা বসুন্ধরা থেকে, যার অর্থ পৃথিবী। আমাদের বসবাসের এই পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আজ পালিত হচ্ছে আর্থ ডে বা ধরিত্রী দিবস ২০২১। ধরিত্রী দিবস-২০২১’র প্রতিপাদ্য- ‘আমাদের ধরিত্রী পুনরুদ্ধার করি’ বা ‘Restore Our Earth’। ধরিত্রী দিবস উপলক্ষে ডুডল প্রকাশ করেছে গুগল।

প্রতিবছর ২২ এপ্রিল ধরিত্রী দিবস পালিত হয়, এর উদ্দেশ্য পরিবেশ রক্ষায় সমর্থন জোগানো ও মানুষকে প্রকৃতি বিধ্বংসী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সচেতনতা তৈরি করা। সর্বপ্রথম ১৯৭০ সালে পালন হয় ধরিত্রী দিবস এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়। ১৯৩টির বেশি দেশ দিবসটি ঘিরে নানা কর্মকাণ্ড পরিচালনা করে।

বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনে-২০২০ বলছে, বিগত দশকটি মানব ইতিহাসের উষ্ণতম দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। একদিকে ভয়াবহ সমুদ্রের উষ্ণতা, আরেকদিকে গ্রিনল্যান্ডে বরফ গলা। ধ্বংসাত্মক দাবানল, বন্যা ও সাইক্লোন এখন পৃথিবীতে নিত্যসঙ্গী। কোভিড-১৯ লকডাউনের মধ্যেও গ্রিনহাউস গ্যাস নির্গমণ মাত্রা আগের মতোই বেড়ে চলেছে। বলা হচ্ছে, এখনই ব্যবস্থা না নিলে মানব জাতির জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক পরিণতি।

বর্তমানে ১৯৩টিরও বেশি দেশ প্রতিবছর ধরিত্রী দিবসটি পালন করে। এবার পরিবেশ রক্ষায় ধরিত্রী দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু শীর্ষক সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে বাইডেন বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানান। ভার্চ্যুয়ালি অনুষ্ঠেয় এ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেন।

দিবসের ইতিহাস:

১৯৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের উদ্ভাবক। সে সময় জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এরমধ্য দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন। উত্তর গোলার্ধের দেশগুলোতে বসন্তকালে আর দক্ষিণ গোলার্ধের দেশে শরতে ধরিত্রী দিবস উদযাপিত হয়। তবে ১৯৯০ সাল থেকে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে ধরিত্রী দিবস।

লেখক: বন্যপ্রাণ বিষয়ক আলোকচিত্রী, বাংলাদেশ।