অন্ধকারে আর নয় সাপের ভয়!

গ্রামের বাড়িতে বেড়াতে গেলে রাতের অন্ধকার পথে হাঁটার সময় অনেকেই ভুগেন সাপ আতঙ্কে। এজন্য অন্ধকার রাস্তায় গ্রামবাসীরা হাততালি দিয়ে চলাচল করেন। তাদের ধারণা, হাততালির শব্দে সাপ পালিয়ে যায়। কিন্তু আসল তথ্য হলো- সাপের কানে ছিদ্র নেই, নেই কোন মধ্যকর্ণ বা টিমপ্যানাম অথবা কানের পর্দা।

তাহলে প্রশ্ন আসতেই পারে- তবে কী সাপ একদমই শুনতে পায় না? উত্তর হলো- সাপ বায়ুবাহিত শব্দ শুনতে পায় কিন্তু সেটা এতই ক্ষীণ যে তা শব্দের উৎপত্তিস্থল বা তীব্রতা বোঝার জন্য যথেষ্ট নয়। সুতারং হাততালি দিতে দিতে তালু ফাটালেও সাপের পাত্তা দেয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

উপায় কী?

সাপের বহি:কর্ণ, মধ্যকর্ণ না থাকলেও আছে অন্ত:কর্ণ বা ইনার ইয়ার। যে কারণে ভূমিতে কোন শব্দ হলে তা নিচের চোয়ালের হাড়, চোয়ালের কব্জা হয়ে কোয়াড্রেট নামক হাড়ে এবং সেখান থেকে স্টেপিসে পৌঁছায়। ভূমিতে খুব সামান্য কম্পন বা শব্দও সাপ স্পষ্ট বুঝতে পারে।

এমন পরিস্থিতিতে শব্দ করে হেঁটে যাওয়াই একমাত্র উপায়। কারণ সাপ ভীষণ ভীতু প্রাণী। চলার পথে সাপ থাকলে শব্দ শুনে সটকে পড়বে। সাপই সবচেয়ে নিরীহ ও নিগৃহীত প্রাণী।