চীনে এখন বন্যপ্রাণী খাওয়া নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের বিস্তাররোধে বন্যপ্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে চীন। গত ২৪ ফেব্রুয়ারি দেশটির বাজার পর্যবেক্ষণ সংস্থা, কৃষি মন্ত্রণালয় ও বনায়ন ব্যুরো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়। এ ঘোষণাকে ইতিবাচক মনে করছেন বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা।

বিবৃতিতে বলা হয়, মহামারীর আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দ্রুত গতিতে ব্যাপক বিস্তার লাভ করেছে এ ভাইরাসটি। এ কারণে বিভিন্ন বাজার, সুপারমার্কেট, খাবারের দোকানসহ ই-কমার্স ওয়েবসাইটেও বন্যপ্রাণীর ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উহান শহরের সামুদ্রিক খাবার ও মাছ-মাংসের বাজার থেকে এ ভাইরাসটি ছড়িয়েছে। এই বাজারে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর মাংস বেআইনিভাবে বিক্রি হতো। হুবেই প্রদেশের বাসিন্দাদের অনেকেই বিভিন্ন ধরনের সরীসৃপ, সাপ ও বাদুড়ের পছন্দ করেন। সেখান থেকেই এই ভাইরাসের সংক্রমণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে বন্যপ্রাণীর প্রজনন অঞ্চলগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

উহানের রাজধানী হুবেই শহরে সবচে বেশি ছড়িয়েছে করোনা সংক্রমণ। উহান শহরের হাসপাতালে কর্মরত একজন নার্স দাবি করেন, উহানসহ পুরো চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৯০ হাজার।

বিজ্ঞানীরা আশঙ্কা, যে গতিতে ভাইরাস ছড়াচ্ছে; তা প্রতিরোধ করা না গেলে ছয় কোটির বেশি মানুষের প্রাণহানি হতে পারে।