বাংলাদেশের চট্টগ্রাম চিড়িয়াখানায় শাবকের জন্ম দিয়েছে বাঘিনী। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানাটির সদস্য-সচিব মোহাম্মদ রুহুল আমিন।
তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় থাকা রাজ ও পরীর নামের বাঘ পরিবারে আজ সকাল ৮টার দিকে বাচ্চা দুটির জন্ম হয়।
প্রসঙ্গত,২০১৬ সালের ডিসেম্বরে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়েছিল দুটি বাঘ। ওই পরিবারে শাবক দুটি জন্ম নেয়।
এর আগে গত বছরের ১৯ জুলাই ২টি শাবক জন্ম নিয়েছিল। আর আজ যোগ হয় আরো দুই সদস্য।
রুহুল আমিন জানান, নিরাপত্তাজনিত কারণে আপাতত বাঘের শাবকের কাছে কিউরেটর ছাড়া কাউকেই যেতে দেয়া হচ্ছে না। শাবক গুলো চোখ ফোটেনি। বাচ্চাগুলো এখন বাঘিনী সঙ্গে আছে বলে জানান তিনি।
তিন মাস পর জনসাধারণ জন্য দেখা সুযোগ দেয়া হবে বলে জানান চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ।
তিনি জানান, এর আগে গতবছর জন্ম নেয়া বাঘ ২টির মধ্যে একটি সাদা ছিলো।