খাবারের জন্য পুলিশকে ঘেরাও করলো পাখিরা! (ভিডিও)

পাখিদের খাবার দিচ্ছেন পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশে চলছে লকডাউন। মানুষের পাশাপাশি পশুপাখিরাও খাবার সংকটে, বিশেষ করে মানুষর ওপর নির্ভরশীল প্রাণীরা। এ পরিস্থিতিতে ২৮ এপ্রিল, মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলায় ঘটেছে অভিনব এক ঘটনা।

খাবার পেতে পুলিশ সদস্যকে ঘিরে ধরে এক ঝাঁক পাখি। এদিন দুপুরে বাংলাদেশে পুলিশের ফেসবুক অফিশিয়াল পেজে পোস্ট করা একটি ভিডিওতে এ ঘটনা তুলে ধরা হয়।

পোস্টে বলা হয়, “চুয়াডাঙ্গার বড় বাজারের শহীদ হাসান চত্বর দিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যকে খাবারের জন্য ঘিরে ধরে পাখিরা। পরে অভুক্ত ওইসব পাখিকে খাবার খাওয়ায় পুলিশ।”

এতে আরো বলা হয়, “করোনা ভাইরাসের বিস্তারের সৃষ্ট দুর্যোগে মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে অনেক পশু-পাখিরাও। এজন্য অনেক স্বহৃদয় ব্যক্তি এসব পশু-পাখিদের খাবার দিতে এগিয়েও এসেছেন। আসুন, আমরা জীবের সেবার মাধ্যমেই সৃষ্টিকর্তার সেবা করি।”