খাঁচার সাদা বাঘের ঘরে নতুন অতিথি

সদ্য জন্ম নেয়া বাঘ শাবক। ছবি: শাহাদাত হোসেন শুভ, ডেপুটি কিউরেটর, চট্টগ্রাম চিড়িয়াখানা।

বাংলাদেশের চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছে আরো একটি বাঘ শাবক। গেল ২৬ আগষ্ট চিড়িখানার সাদা বাঘ শুভ্রা ঘরে প্রথমবারের মতো জন্ম নেয় শাবকটি। তবে ১৬ সেপ্টেম্বর, বৃহষ্পতিবার গণমাধ্যমে ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

সাদা বাঘের শাবকটি সাদা হয়নি। চিড়িয়াখানার প্রাণি চিকিৎসক শাহাদাত হোসেন শুভ বেঙ্গল ডিসকাভার-কে জানান, চিড়িয়াখানার একমাত্র সাদা বাঘটি শাবকের জন্ম দিয়েছে।

তিনি বলেন, শাবকটিকে বাঘিনীর কাছ থেকে আলাদা রাখা হয়েছে। কারণ খাঁচায় পালিত বাঘিনী অনেক সময় শাবকের প্রতি মারমুখী হয়। তাই শাবকটিকে আলাদাভাবে লালন–পালন করা হচ্ছে।

”ক্যাপটিভ ব্রিডিংয়ে যে সমস্যা তা হলো- অনেক সময় বাঘিনী শাবককে দুধ দিতে চায় না। সেক্ষেত্রে শাবককে আলাদা করে দুধ দিয়ে বাঁচানো খুবই কঠিন কাজ। এর আগে জন্ম নেয়া বাঘ জো বাইডেনের সময় আমাদের প্রথম এমন অভিজ্ঞতা হয়। ওই অভিজ্ঞতা আমাদের কাজে লেগেছে,” যোগ করেন শাহাদাত হোসেন শুভ।

আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের মৃত্যুহার কমানো গেছে বলেও জানান ডেপুটি কিউটর। এখন চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা ১০টি।