
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে তীব্র গরমে পানি সংকট দেখা দেয়াতে গুলি করে ১০ হাজার বন্যউট হত্যা শুরু করেছে দেশটির সরকার। বৃহষ্পতিবার (৯ জানুয়ারি) জার্মানীর সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, অভিজ্ঞ শিকারিরা হেলিকপ্টার থেকে উট হত্যা শুরু করেছে। প্রথমদিনে বৃহষ্পতিবার গুলি করে ১৫০০ উট হত্যা করা হয়েছে। দেশটির প্রশাসনিক কর্মকর্তা রিচার্ড কিং এর বরাত দিয়ে এই সংবাদ প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, উটের পাশাপাশি বন্য ঘোড়াও হত্যা করবে শিকারিরা।

চলতি সপ্তাহে মানুষের পানি সংকট নিরসনে ১০ হাজার বন্যউট হত্যার নির্দেশ দেয় অস্ট্রেলিয়ার প্রশাসন। গেল বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র খবরে বলা হয়, এই নিধন চলবে কমপক্ষে পাঁচদিন।
দেশটির কর্তৃপক্ষ জানায়, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে। এতে ওই অঞ্চলে প্রচন্ড পানিসংকট দেখা দেয়। এই সময় বন্যউটগুলো বেশি পরিমান পানি পান করে। ফলে ওই এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। এ কারণে ১০ হাজার বন্য উট হত্যার নির্দেশ দেয়া হয়।

এদিকে এ খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। তারা বলছেন, দাবানলে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণীদের বাঁচাতে অস্ট্রেলিয়ানরা যখন জীবন বিপন্ন করে আগুনে ঝাঁপ দিচ্ছে, সেই মুহুর্তে পরিকল্পিতভাবে এতগুলো উট হত্যা অমানবিক।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টম্বর থেকে অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে মারা গেছে কমপক্ষে ৫০ কোটি বন্যপ্রাণী। এ ঘটনায় বন্যপ্রাণীদের জন্য কাঁদছে বিশ্ববাসী।