বাংলাদেশে সাড়ে সাত হাজারের বেশি ইট ভাটা বছরে প্রায় ২৩০ কোটি ইট উৎপাদন করে। এজন্য ব্যবহৃত হচ্ছে ৩৩৫ কোটি ঘনফুট মাটি। এতে কৃষি জমির উৎপাদন কমছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
৫ জুলাই সোমবার বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ কথা বলেন মন্ত্রী।
“কৃষি জমির উপরিভাগের মাটি ব্যবহার করে ইট বানানোতে কৃষি জমির উৎপাদন হ্রাস পাচ্ছে। এ ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে নতুন পদ্ধতির ইটভাটায় রুপান্তর করতে হবে,” উল্লেখ করেন মো. শাহাব উদ্দিন।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে ইটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হবে।
ইট ভাটার দূষণ থেকে দেশকে রক্ষায় ২০২৫ সালের মধ্যে ইটের বিকল্প ব্লক ও ছিদ্রযুক্ত ইট উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলেও জানান পরিবেশ মন্ত্রী।