নিশাচর প্রাণী বাদুড়। দিনে অন্ধকার স্থানে ঝুলে থাকলেও সন্ধ্যা নামার সঙ্গেই সক্রিয় হয় প্রাণীটি। সম্প্রতি গবেষকরা জানান, রাতে নগরের সাদা বাতির প্রভাব পড়ছে কয়েকটি প্রজাতির বাদুড়ের জীবন-চক্রে।
আর বিষয়টি গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো অভিনব এক উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের ওরচেস্টারশায়ার কাউন্টি কাউন্সিল। শহরটির বাদুড় বিচরণকারী একটি এলাকার সড়ক বাতিই বদলে ফেলেছে কর্তৃপক্ষ।
গবেষকরা জানান, কয়েকটি প্রজাতির বাদুড় সাদা বাতি প্রজ্জ্বলিত হয় এমন এলাকা এড়িয়ে চলে। কারণ সাদা আলো জ্বললে এই প্রজাতির বাদুড় বিচরণ করা এলাকাকে কম নিরাপদ মনে করে।
বিবিসির এক খবরে বলা হয়, সেপ্টেম্বর থেকে ওরচেস্টাশায়ারের ওয়ার্নডন উডের কাছে এ-ট্রিপল-ফোর-জিরো সড়কের ৬০ মিটার এলাকাজুড়ে ল্যাম্প-পোষ্টের সাদা বাতি পাল্টে বিশেষ লাল আলোর বাতি স্থাপন করে কর্তৃপক্ষ।
“সাদা আলোর বদলে প্রতিস্থাপিত লাল বাতিগুলো অভিনব ও একটু ভিন্ন মনে হতে পারে। এ বাতিগুলো ব্যবহারের আগে চালক ও পথচারীদের নিরাপত্তাগত বিষয়টিও নিশ্চিত করা হয়েছে,” উল্লেখ করেন স্থানীয় কাউন্সিলর কেন পলক।
তিনি বলেন, “লাল আলোর বাতি চালক ও পথচারীদের জন্য ক্ষতিকর নয়, এটি প্রয়োজনীয় মাপকাঠিতে উত্তীর্ণ। নেদারল্যান্ডেও এই আলোর ব্যবস্থা সফল হয়েছে। যা বাদুড় ও অন্যান্য নিশাচর প্রাণী সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে।”