কুকুর ছানাকে কেউ যেন পলিথিনে ভরে ফেলে দেয় খালে। অন্যদিকে নিজ ছানাকে ডুবে মরতে দেখে পাড়ে দাঁড়িয়ে কাঁদছিল অসহায় মা কুকুরটি। তবে জীবনের ঝুঁকি নিয়ে ছানাটিকে পরম মমতায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য রাজীব কুমার রায়।
২৩ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের চট্টগ্রামের চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় কৃষ্ণখাল থেকে ছানাটি উদ্ধার করেন পুলিশ সদস্য রাজীব। তিনি সিএমপির স্পেশাল আর্মড ফোর্স (এসএএফ) সদস্য। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ সদস্যের ভূয়সী প্রশংসা করেছেন অনেকেই।
স্থানীয় প্রতিনিধি জানান, চট্টগ্রাম শহরের প্রবেশস্থল কাপ্তাই রাস্তার মাথা গোলাপের দোকান এলাকায় দায়িত্বরত ছিলেন রাজীব। ওই সময় পাশের খালে কুকুর ছানাটিকে পলিথিন জড়ানো অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, কেউ ছানাটিকে পলিথিনে ভরে খালে ফেলে দিয়েছে। দেখামাত্র রাজীব খাল থেকে উদ্ধার করেন ছানাটিকে। এ সময় আশপাশে বসবাসকারীরা তা প্রত্যক্ষ করেন। উপস্থিত মানুষেরা করতালি দিয়ে অভিনন্দন জানান মানবিক এই পুলিশ সদস্যকে।
ফেসবুকে একজন লিখেন, ”মানবতা, মানবিকতা ছড়িয়ে পড়ুক সর্বত্র। চট্টগ্রাম কাপ্তাই রোডের মোহরা গোলাপের দোকান, কৃষ্ণখালে একটি কুকুর ছানা ডুবে যাচ্ছিলো। একজন পুলিশ সদস্য দেখামাত্র পায়ের জুতো, কোমড়ে পিস্তল, পকেটে থাকা মোবাইলসহ লাফিয়ে পড়েন কুকুর ছানাটিকে বাঁচাতে! ‘স্যালুট মানবিক পুলিশ’।”
পুলিশ সদস্য রাজীব কুমার রায় সাংবাদিকদের বলেন, কাপ্তাই রাস্তার মাথায় ডিউটি করার সময় কানে আসছিল কুকুরের আহাজারি। খুঁজে দেখি খালের পাড়ে দাঁড়িয়ে একটি মা কুকুর চেঁচামেচি করছে। পরে পলিথিনবদ্ধ কুকুর ছানাটি দেখতে পাই। তাই পানিতে নেমে ছানাটিকে তুলে সেটির মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।
“আমি শুধু একটি জীবন বাঁচিয়েছি। চোখের সামনে একটি কুকুরের জীবন যেতে দেখে সেটিকে রক্ষা করেছি। আমার মধ্যে প্রশংসা পাওয়ার বিষয়টি কাজ করেনি,” যোগ রাজীব কুমার।