তীব্র গরমে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে পানি সংকট দেখা দিয়েছে। তাই ওই এলাকার মানুষের পানি সংকট নিরসনে ১০ হাজার বন্যউট হত্যার নির্দেশ দিল দেশটির প্রশাসন।
বুধবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন’র খবরে এ তথ্য জানানো হয়। সংবাদে বলা হয়, আজ বুধবার থেকে শুরু হয়ে এই নিধন চলবে কমপক্ষে পাঁচদিন।
খবরে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে। এতে ওই অঞ্চলে প্রচন্ড পানি সংকট দেখা দেয়। এই সময় বন্যউটগুলো বেশি পরিমান পানি পান করে। ফলে ওই এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। এ কারণে ১০ হাজার বন্য উট হত্যার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
অভিজ্ঞ শিকারিরা হেলিকপ্টার থেকে গুলি করে উটগুলো হত্যা করবে বলেও সংবাদে উল্লেখ করে সিএনএন।
এদিকে এ খবর ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। তারা বলছেন, দাবানলে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণীদের বাঁচাতে অস্ট্রেলিয়ানরা যখন জীবন বিপন্ন করে আগুনে ঝাঁপ দিচ্ছে, সেই মুহুর্তে পরিকল্পিতভাবে এতগুলো উট হত্যা অমানবিক।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টম্বর থেকে অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে মারা গেছে কমপক্ষে ৫০ কোটি বন্যপ্রাণী। এ ঘটনায় বন্যপ্রাণীদের কাঁদছেন সারাবিশ্বের মানুষ।