মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে বাংলাদেশে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। ৬ আগস্ট মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরিফুজ্জ্জামান জানান, বাংলাদেশ-ভারত আবহাওয়া অধিপ্তরের তথ্য মতে- আগষ্টের ২য় সপ্তাহের মাঝামাঝি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং সংলগ্ন মেঘালয় ও ত্রিপুরায় মাঝারী শেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, “ফলে চলতি সপ্তাহের শেষ দিতে দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় এক থেকে তিনদিন বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”
“অন্যদিকে আগস্টের ৩য় সপ্তাহ থেকে ব্রক্ষপুত্র, যমুনা ও গঙ্গা নদীতে পানি বৃদ্ধি পাবে। এতে উত্তর ও উত্তর-মধ্যাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় তিন থেকে পাঁচদিন বন্যা পরিস্থিতি থাকতে পারে,” উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, গেলো জুলাইয়ের বন্যায় দেশের ২৮ জেলায় ৬০ লাখ ৭৪ হাজার ৪১৫ জন ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে ১১৯ জনের। প্রায় ১৭ হাজার মানুষ ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হন। তবে বর্তমানে দুর্গত এলাকায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি।