ফের কক্সবাজারে মৃত ডলফিন, পাঁচ মাসে ১৬টি!

টেকনাফের বাহারছড়ার শিলখালীতে মারা যাওয়া ডলফিন। ছবি: সংগৃহীত

আবারো বাংলাদেশর কক্সবাজার সমুদ্র সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। দুপুরে জেলারটির টেকনাফ উপজেলার বাহারছড়ার শিলখালীতে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ঘটনাস্থল থেকে স্থানীয় পরিবেশবাদী সংগঠনের সদস্য জালাল উদ্দীন চৌধুরী বলেন, গতকালও আমি ওই সৈকতে ফুটবল খেলে এসেছি। কিন্তু তখন দেখিনি। আজ দুপুরে গিয়ে দেখি লেজে দড়ি বাধা ডলফিনটি সৈকত থেকে খানিকটা ভেতরে পড়ে আছে।

”প্রাণীটির দেহের কিছু অংশে পচন ধরেছে। হয়তো কয়েকদিন আগে সমুদ্রে মারা গেছে ডলফিনটি,” জানান জালাল উদ্দীন।

এ নিয়ে গেল পাঁচ মাসে ১৬টি ডলফিন ও ২টি তিমির দেহ ভেসে আসে বলে জানিয়েছে কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন সেইভ দ্যা নেচার অব বাংলাদেশ। গেল পহেলা জুলাই, কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে পাওয়া গিয়েছিল একটি ডলফিনের মরদেহ।  তবে বার বার সাগরের প্রাণী মরে ভেসে আসার ঘটনা ঘটলেও এর কারণ জানাতে পারেনি বনবিভাগ।

সংগঠনটির চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, “সমুদ্রের জীববৈচিত্র্য সুরক্ষায় ডলফিনের অব্যাহত মৃত্যুর রহস্য উন্মোচনে অনুসন্ধান ও গবেষণা প্রয়োজন বলে মনে করছি।”

পরিবেশবাদীদের দাবি, মাছ ধরা নিষিদ্ধ হলেও গোপনে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে প্রাণীগুলো। সাগরের প্রাণী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে তাগিদ দিয়েছেন তারা।