শিক্ষার্থীর বুদ্ধিতে উদ্ধার ৩৫ সুন্দি কচ্ছপ

উদ্ধার হওয়া সুন্দি কচ্ছপ।

বাংলাদেশের বগুড়া জেলার তিনমাথা রেলগেট এলাকা থেকে ৩৫টি সুন্দি কাছিম উদ্ধার করেছে বনবিভাগ। ১৫ মার্চ, সোমবার সকালে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর ওজন ৩৭ কেজি বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। কচ্ছপ উদ্ধারে সহযোগিতা করে শিক্ষার্থীদের সংগঠন ‘টিম ফর এনার্জি এন্ড ইনভায়রনমেন্ট রিসার্চ-তীর’। অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক।

জানা গেছে, কচ্ছপগুলোকে বিক্রি করতে দেখে পরিবেশবাদী সংগঠন ‘তীর’ এর সাংগঠনিক সম্পাদক হোসেন রহমান ছবি তুলে সাবেক সভাপতি আরাফাত রহমানের কাছে পাঠান। পরে বন অধিদপ্তরকে খবর দেন তিনি। তাৎক্ষণিক বনবিভাগের কর্মকর্তারা জেলার তিনমাথা রেলগেট থেকে কচ্ছপগুলো উদ্ধার করেন।

এ সময় আটক করা হয় রফিকুল ইসলাম এবং গোবিন্দ চন্দ্র রায় নামের দু’জন বিক্রেতাকে। আটককৃতরা জানান, বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী, ভৈরব ও মুন্সিগঞ্জ থেকে কচ্ছপগুলো সংগ্রহ করে। মাসে এমন দুই-তিনটি চালান বিক্রি করে থাকে তারা।

বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী কচ্ছপ বা কাছিম ধরা, শিকার, ক্রয় বিক্রয় ও খাওয়া দন্ডনীয় অপরাধ। আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সুন্দি বা চিতি কচ্ছপ বলা হয়। ইংরেজি নাম- ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টেল Indian flapshell turtle। বৈজ্ঞানিক নাম- Lissemys punctata। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডে দেখা যায়। শিকার ও পাচারের কারণে এ দেশে এখন অস্তিত্ব সংকটে কচ্ছপ প্রজাতিটি।