ডাইভিং বোটে আগুন: নিহত ২৫ ডুবুরি, বিশ্বজুড়ে শোক

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে একটি ডাইভিং বোটে আগুনের ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের বরাতে বার্তা সংস্থা এপি ও সিবিএস নিউজ খবরে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানায়, লস অ্যাঞ্জেলস থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে সান্তা ক্রুজ দ্বীপের কাছাকাছি নোঙর করা ছিল ‘কনসেপশন’ নামের ডাইভিং বোটটি। স্থানীয় সময় সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে এ আগুন লাগে। উদ্ধারকারীরা ডুবে যাওয়া বোটটির আশপাশে ও সাগরের তলদেশে ২৫টি মরদেহ খুঁজে পায়।

এর আগে শনিবার সকালে ৩৯ জন আরোহী নিয়ে কনসেপশন ক্যালিফোর্নিয়ার চ্যানেল দ্বীপপুঞ্জে গিয়েছিল বলে জানান তিনি। সান্তা ক্রুজ ওই দ্বীপপুঞ্জের সবচে বড় দ্বীপ।

পুড়ে যাওয়া জাহাজটির ফাইল ছবি

সংবাদ সম্মেলনে বিল ব্রাউন নামের সান্তা বারবারার কাউন্টি শেরিফ বলেন, যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন বোটটিতে ৩৯ জন আরোহী ছিলেন।

কোস্ট গার্ড ক্যাপ্টেন মোনিকা রোচেস্টার বলেন, আগুন লাগার সময় পাঁচ ক্রু সদস্য জেগে ছিলেন। তারা নদীতে ঝাঁপ দেয়, পরে তাদের উদ্ধার করা হয়।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এক স্বজন

“জাহাজের জন্য আগুন বড় দুর্যোগ। দূরবর্তী কোনো স্থানে সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন যদি আগুন লাগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এরচেয়ে খারাপ পরিস্থিতি আর কিছু হতে পারে না,” উল্লেখ করেন শেরিফ ব্রাউন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেশাদার ডাইভাররা।