২০১৯ সালে ভারত জুড়ে মারা যায় ১১০টি বেঙ্গল টাইগার। এরমধ্যে চোরা শিকারিদের গুলিতে মারা যায় ৩৮টি। পাশাপাশি ৪৯১টি চিতাবাঘও মারা যায়। সম্প্রতি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এভাবে চলতে থাকলে অল্পকিছু বছরের ব্যবধানে বাঘ বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু এই প্রতিবেদন মানছে না সরকারি সংস্থা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথোরিটি। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে ৯২টি বাঘ মারা যায়। আর ২০১৮ সালে এ সংখ্যাটি ছিল ১০২।
তবে দুই পক্ষের প্রতিবেদনেই চোরা শিকারিদের সংখ্যা কমছে বলে উল্লেখ করা হয়।
ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি বলছে, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের জঙ্গলে উদ্বেগজনক হারে রয়েছে চোরা শিকারিরা। সত্য ঢাকতে সরকারি সংস্থা বাঘ মারা যাবার সংখ্যা কমানো চেষ্টা করেছে।
সরকারি হিসেব বলছে, বর্তমানে ২ হাজার ৯৬৭টি বাঘ রয়েছে ভারতে। তবে বাঘের সংখ্যা বৃদ্ধির দাবিও করেছে সরকার।
বাঘ সংরক্ষণে কাজ করা মানুষেরা বলছেন, জঙ্গল কেটে রাস্তা তৈরির কারণে দ্রুত কমে যেতে পারে বাঘের সংখ্যা। চোরা শিকারিরা আগের মতো না থাকলেও আবিষ্কার হচ্ছে শিকারের নতুন কায়দা। সব মিলিয়ে সরকার সংরক্ষণের ব্যবস্থা না করলে বিপদ আসন্ন।